Missing

পোশাক খাত বাঁচাতে চাই উদ্ভাবনী পদক্ষেপ | Sarabangla

তৈরি পোশাক খাতকে বাঁচাতে সরকার ও কোম্পানি পর্যায়ে উদ্ভাবনী পদক্ষেপ দরকার বলে মনে করছেন তরুণ ব্যবসায়ীরা। তারা বলছেন, এখনই কোনো পদক্ষেপ নেওয়া না হলে এই শিল্পের পরিস্থিতি বিগড়ে যেতে পারে।

রাজধানীর বনানী ক্লাবে আয়োজিত গোলটেবিল আলোচনা সভায় অংশ নিয়ে তারা এই মন্তব্য করেন। মার্চেন্ট বে সোমবার (২৩ ডিসেম্বর) তৈরি পোশাক খাতের সনাতনী ব্যবসা প্রক্রিয়ায় উদ্ভাবনের চ্যালঞ্জ শীর্ষক এই সভার আয়োজন করে।

তারা বলেন, বাংলাদেশের তৈরি পোশাক খাত খুবই স্পর্শকাতর একটি সময় পার করছে। সমস্যার কেন্দ্রে রয়েছে অপরিকল্পিতভাবে কারখানার আয়তন বৃদ্ধি, নিজেদের মধ্যে মূল্যযুদ্ধ, দক্ষ শ্রমিকের অভাব, সক্ষমতা হারানো, প্রযুক্তিবিমুখতা, নিজেদের মধ্যে যোগাযোগের অভাব এবং আর্থিক সমস্যা।

Photo Courtesy: Sarabangla

live_tv Live Market